চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে আমাদের ছেলেমেয়েদের রোবটিক্স, আইওটি, প্রোগ্রামিং প্রভৃতি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন প্রয়োজন। বিশেষ করে স্কুল পর্যায়ে প্রোগ্রামিং, রোবটিক্স এ হাতেখড়ি দেয়া হলে তা শিশুদের চিন্তাশক্তি বিকাশে বিশেষ ভূমিকা রাখে – গড়ে তোলে তাদের যৌক্তিক মানুষ হিসেবে। চীন, কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে স্কুল পর্যায়ে রোবটিক্স ক্লাব স্থাপনের মাধ্যমে বাচ্চাদের হাতে-কলমে কাজ শেখানো হয়। ব্যবহার করা হয় লেগোর মতো ব্লক-বেজড রোবটিক্স কিট যাকে কন্ট্রোল করা যায় স্ক্র্যাচ এর মতো ভিজুয়াল প্রোগামিং-এর মাধ্যমে। ছোটবেলা থেকেই এধরণের সমস্যা সমাধান্যের মাধ্যমে ঘটে তাদের চিন্তাশক্তির বিকাশ – তাদের সামনে উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। অনেকের ধারণা শুধু কম্পিউটার বিজ্ঞান পড়তে হলেই প্রোগ্রামিং জানা দরকার বা রোবটিক্স নিয়ে উচ্চশিক্ষা নিতে গেলেই রোবটিক্সে শিক্ষা নিতে হয়। ব্যাপারটা কিন্তু মোটেই তা নয়। চতুর্থ শিল্প-বিপ্লবের এ যুগে আমরা যে বিষয়েই প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই না কেন প্রোগ্রামিং এবং রোবটিক্সের বেসিক ধারণা আমাদের থাকতে হবে। বাংলা আমাদের নিজের প্রাণের ভাষা – তাকে তো ভালোভাবে রপ্ত করতেই হবে, সেই সাথে ইংরেজিটাও জানতে হবে – আর তৃতীয় যে ভাষাটি জানতে হবে সেটি হলো প্রোগ্রামিং এর ভাষা। অন্ততপক্ষে একটি প্রোগ্রামিং ভাষায় আমাদের দক্ষ হতে হবে।
Jewel Nath
Instructor at RoboICT